লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কদের নাম ঘোষণা করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দীর্ঘদিন ধরে বার্সার জার্সি পরে মাঠ মাতানো মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে দেয়া হয়েছে নতুন অধিনায়কের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন জেরার্ড পিকে, সার্জিও রবার্তো এবং জর্দি আলবা।
মেসির সঙ্গে বার্সেলোনার লিডারশিপ গ্রুপে ছিল সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো। এবার মেসির বিদায়ে এ তালিকায় যুক্ত হলেন জর্দি আলবা। চলতি বছরের ইউরোতে স্পেনের অধিনাকত্বও করেছেন তিনি।
রবিবার জুভেন্টাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির মধ্য দিয়ে বার্সেলোনায় বুসকেটসের অধিনায়কত্ব অধ্যায় শুরু হয়ে গেছে। বার্সার নতুন ঘোষিত চার অধিনায়কের সবাই ক্লাবটির ইয়ুথ একাডেমি লা মাসিয়ার অংশ ছিলেন।