রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি আরবের দুই শীর্ষস্থানীয় ক্লাব আল নাসর ও আল হিলালের সম্মিলিত একাদশের সঙ্গে আজ প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেদের পিএসজি। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। আল নাসরে নতুন আসা ক্রিস্তিয়ানো রোনালদো নেতৃত্ব দেবেন সৌদি একাদশের। ম্যাচটি খেলায় পিএসজি পাবে ১০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১১২ কোটি টাকারও বেশি। ৯০ মিনিটের ম্যাচে প্রতি সেকেন্ডে মেসিদের আয় দুই লাখ টাকার বেশি। পাশাপাশি সম্প্রচার স্বত্ব থেকেও বাড়তি আয় হবে পিএসজির। টিকিটের দামও আকাশ ছুঁয়েছে। একটি ভিআইপি টিকিটের নিলাম শুরু হয়েছিল আড়াই লাখ ইউরো দিয়ে! রোনালদোরা খেলবেন রিভারপ্লেটকে দুইবার কোপা লিভারতাদোরেস জেতানো কোচ আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দোর অধীনে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন