এটা কিভাবে সম্ভব? লিওনেল মেসি বিশ্বকাপ জিতলে ফ্রান্সকে হতে হবে রানার্স-আপ। আবার ফ্রান্স বিশ্বকাপ জিতলে বুকভরা আক্ষেপ নিয়ে বাড়ি যেতে হবে মেসিদের। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য রবিবারের ফাইনাল সামনে রেখে এমনই দোটানায় পড়েছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। একদিকে তার সাবেক ক্লাব সতীর্থ, অন্যদিকে নিজের দেশ।
মেসি নিজেই ঘোষণা দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারে কখনো বিশ্বকাপ জিততে না পারা মেসির সামনে তাই এটা শেষ সুযোগ। এমন সময়ে সংবাদ সম্মেলনে দেম্বেলে বললেন, ‘মেসির বিশ্বকাপ প্রাপ্য। এই টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলছে। আর এই একটা ট্রফিই মেসির অধরা। তবে ফ্রান্সেরও বিশ্বকাপ প্রাপ্য। ’
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সান্নিধ্য পেয়েছেন দেম্বেলে। সেই স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে দারুণ চারটি বছর কাটিয়েছি। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। আমি সব সময়ই বলেছি, বার্সেলোনাকে ভালোবাসতে তিনি এবং ইনিয়েস্তা আমাকে বাধ্য করেছেন। তাকে সতীর্থ হিসেবে পেয়ে আমি খুবই খুশি। তিনি এমন একজন ফুটবলার, যিনি খুব সাধারণ ও শান্ত এবং যাকে থামানো কঠিন। ’
মেসির কাছ থেকে পাওয়া পরামর্শ নিয়ে দেম্বেলে আরো বলেন, ‘আমি যখন বার্সেলোনায় যোগ দিই, তখন খুবই ছোট ছিলাম। আমি সব সময় ড্রিবল করতে পছন্দ করতাম। তিনি আমাকে শান্ত করেছিলেন এবং বলেছিলেন, প্রতিটি মুহূর্তে ড্রিবলের চেষ্টা করার কোনো মূল্য নেই। কিছু মুহূর্ত থাকে যখন এটা করা ভালো, অন্য সময়ে এটা কাজে দেয় না। ’