English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ব্রুনোকে জন্মদিনের উপহার দিলেন রোনালদো

- Advertisements -

নাসিম রুমি: স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তাই ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে একাদশ সাজিয়েছিলেন রবার্তো মার্টিনেজ। কিন্তু অসংখ‍্য সুযোগ হারিয়ে ১-১ এ ড্র করতে বসেছিল পর্তুগাল। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি নামা রোনালদো পাল্টে দেন সব হিসেব। রোনালদোর গোলে পর্তুগাল ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

টানা দুই জয়ে দলকে নিয়ে গেলেন লিগ ওয়ানের ১ নম্বর গ্রুপের শীর্ষে।

ম্যাচের প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় স্কটল‍্যান্ড! সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে কেনি ম‍্যাকলেইন চমৎকার ক্রস বাড়ান ডি বক্সে। হেডে গোল করেন ম‍্যাকটোমিনে। প্রথমার্ধে এই একটি শটই লক্ষ‍্যে রাখতে পারে স্কটিশরা।

১৩ মিনিটে রাফায়েল লেয়াওয়ের শট বেরিয়ে যায় পোস্ট ঘেষে। সাত মিনিট পর লেওয়াওয়ের আরেক শট রিফ্লেক্সে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্কটল‍্যান্ড গোলকিপার গান। প্রথমার্ধে পর্তুগালের আক্রমণগুলো সামলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কটল্যান্ড।

প্রথমার্ধে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৬টি শট নেয় পর্তুগাল। বিরতির পর মাঠে নামেন পর্তুগালের অধিনায়ক ও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। ২০২২ সালের পর এই প্রথম বদলি নামলেন রোনালদো।

৫৪ মিনিটে দলকে সমতায় ফেরান বার্থডে বয় ব্রুনো ফার্নান্দেজ। লেয়াওয়ের কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে গোল করেন ম‍্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। ৭৬ মিনিটে রোনালদোর ব‍্যাকহিলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান ফেলিক্স। তার শট পা দিয়ে ঠেকিয়ে দেন গান।

৮২ মিনিটে ফেলিক্সের ডাইভিং হেড ঠেকিয়ে দেন গান। ফিরতি বলে রোনালদোর শট ফেরে ডান দিকের পোস্টের লেগে। সেই বল সতীর্থের পা ঘুরে পান ব্রুনো। তার ক্রসে রোনালদোর হেড ব‍্যর্থ হয় বাম দিকের পোস্টে লেগে। ফিরতি বলে ছুটে গিয়ে হেড করতে চেয়েছিলেন ফেলিক্স, সেটিও ঠেকিয়ে দেন গান।

তবে নির্ধারিত সময়ের চার মিনিট আগে গোল করেন রোনালদো। মেন্দেসের ক্রস থেকে গোল করেন। সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে জালে বল পাঠালেন পর্তুগাল মহানায়ক। ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম‍্যাচে ছুঁয়েছিলেন ৯০০ গোলের মাইলফলক। ৩৯ বছর বয়সী মহাতারকার গোল হলো ৯০১টি।

ব্রুনো বলেন, ‘দ্বিতীয়ার্ধে যারা মাঠে নেমেছে খেলায় গতি এনেছে। ক্রিশ্চিয়ানো নেমে গোল করেছে, এটি তার ৯০১তম তার মানে তিনি ১০০০ হাজার গোলের দিকে এগিয়ে যাচ্ছেন।’ ব্রূূনোকে জন্মদিনের উপহার দিলেন রোনালদো তার এই গোলটি।

টানা ২ জয়ে ৬ পয়েন্ট গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন