নাসিম রুমি: ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনার। বিশ্বকাপ জয়ের পর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জয় পায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার আরও খুশির খবর পেল আর্জেন্টিনা। ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ওঠে এসেছে আলবিসেলেস্তারা।
ফিফার হালনাগাদকৃত র্যাংকিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষে ওঠে এসেছে মেসি-ডি মারিয়ারা। আর্জেন্টিনার ঠিক বিপরীত চিত্র ব্রাজিলের।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়। বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচ খেলতে নেমে মরক্কোর কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হালনাগাদকৃত র্যাংকিংয়ে ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্জেন্টিনা। আর ১৮৩৮.৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারা ফ্রান্স। আর ১৮৩৪.২১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ব্রাজিল।