আর মাত্র দুইদিন! এরপরই শুরু ফিফা ফুটবল মহাযজ্ঞ। রোববার থেকে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। কাতারে শিরোপা জয়ের উৎসবে মাতবে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিসহ ৩২ দল। তবে আর্জেন্টাইন তারকা ও ম্যানচেস্টার সিটির কিংবদন্তি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো চাচ্ছেন লিওনেল মেসি উঁচিয়ে ধরুক বিশ্বকাপ ট্রফি।
আগুয়েরোর দাবি, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানি কোনোভাবেই বিশ্বকাপ না জিতুক। নতুন কেউ চ্যাম্পিয়ন হোক।
সম্প্রতি সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান আগুয়েরো।
তিনি বলেছেন, আমার সবসময়ই স্পেনের প্রতি একটা কোমল অনুভূতি থাকে। আমার দেশ (আর্জেন্টিনা) যদি বিশ্বকাপ জিততে না পারে, তাহলে আমি চাই ‘লা রোজারা’ বিশ্বকাপ জিতুক। কিংবা অন্য কোনো দেশ জিতুক, যারা আগে বিশ্বকাপ জেতেনি।
এই স্ট্রাইকার বলেছেন, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল প্রতিবার জেতে, তাদের আর জেতা উচিত নয়। তাদের চ্যাম্পিয়ন হিসেবে চাই না। বরং নতুন কেউ আসুক। আর্জেন্টিনা ও স্পেন ফাইনালে উঠুক।
তার দাবি, কাতার বিশ্বকাপ মেসির শেষ। মেসি যদি শতভাগ খেলতে পারেন, এমনকি তিনি (মেসি) যদি ৬০ থেকে ৭০ ভাগও খেলতে পারেন এবং দল সেটার সুবিধা নিতে পারে, তাহলে আলবিসেলেস্তেদের ভালো সুযোগ আছে।