English

19 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার আইফোন দিচ্ছেন মেসি

- Advertisements -

অর্জনে ভরপুর মেসি অপেক্ষা করছিলেন কেবল জাতীয় দলের হয়ে কিছু পাওয়ার। এরপরই জিতলেন কোপা আমেরিকা, তারপর কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা।

একক চেষ্টায় নয়, দলের সবার দারুণ পারফরম্যান্সেই যে এই শিরোপা। তা অস্বীকার করেননা মেসিও। তাইতো সতীর্থদের সবার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করছেন পিএসজির এই ফরোয়ার্ড।

কাতার বিশ্বকাপ নিজেদের করে নিতে যেসব খেলোয়াড় ও স্টাফ ছিলেন সবাইকে এই পুরস্কার দিচ্ছেন মেসি। ইতোমধ্যে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, সোনায় মোড়ানো এইসব আইফোন কিনতে মেসির খরচ হবে ৭৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা)। ইতোমধ্যে আইফোনগুলোর ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন।

সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের ছবিতে দেখা যায়, সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর খোদাই করা হয়েছে।

একটি সূত্রে বরাত দিয়ে দ্য সান বলছে, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন। এই ব্যাপারে আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, ‘লিওনেল শুধু বড় তারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। তিনি বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ’

বেন আরও বলেন, ‘তিনি (মেসি) বলেছিলেন যে বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান। তিনি সহকর্মীদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান। কিন্তু সাধারণ উপহার দিতে চান না। তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি এই বিষয়টি পছন্দ করেছিলেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন