English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বার্সেলোনার খেলোয়াড়দের নিয়ে ব্রাজিলিয়ান মডেলের বিস্ফোরক মন্তব্য

- Advertisements -

পরকীয়াজনিত ঘটনায় বিচ্ছেদের মুখে কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা এবং বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে জুটি। অন্য নারীর সঙ্গে পিকের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ শাকিরার। এমনকি এ সম্পর্কে তার কাছে প্রমাণও নাকি রয়েছে।

এরই মধ্যে পিকেসহ বার্সেলোনার অন্যান্য ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাজিলিয়ান মডেল সুজি করটেজ। তার দাবি, শুধুমাত্র লিওনেল মেসি ও ফিলিপ কৌতিনহো ছাড়া বার্সেলোনার অন্যান্য ফুটবলাররা তাকে নোংরা মেসেজ দিয়ে থাকেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় সুজি বলেছেন, ‘পিকে আমার সবচেয়ে বেশি মেসেজ দিতো। বার্সেলোনার মধ্যে শুধুমাত্র লিওনেল মেসি ও ফিলিপ কৌতিনহো আমাকে কোনো মেসেজ দিতো না। তারা ভালো স্বামী, নিজেদের স্ত্রীকে অনেক সম্মান করে।’

এতোদিন ধরে শাকিরার প্রতি সম্মান দেখিয়ে এ বিষয়ে মুখ খোলেননি জানিয়ে সুজি আরও বলেন, ‘আমি এতোদিন কিছু বলিনি কারণ শাকিরাকে অনেক শ্রদ্ধা করি। তবে এখন আমি সবকিছু বলবো এবং সবাইকে জানাবো আমি কী জানি এবং আমার সঙ্গে কী কী হয়েছে।’

পিকের কাছ থেকে কেমন মেসেজ পেতেন জানিয়ে তিনি বলেছেন, ‘বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল আমার কাছের বন্ধু। পিকে যখন এটি জানতে পারলো, আমার নম্বর চেয়ে নিলো এবং আমাকে নিয়মিত মেসেজ পাঠাতো।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যখন ব্রাজিলে ফিরে এলাম, সে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতো যেগুলো প্রতিদিন ডিলিট করে দিতো। সে আমাকে জিজ্ঞেস করতো কবে আমি ইউরোপে যাবো এবং সবসময় আমার কাছে জানতে চাইতো আমার নিতম্ব কত বড়!’

সুজি এই অভিযোগের বিপরীতে এখনও মুখ খোলেননি পিকে। এ বিষয়ে বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকেও কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই তার। গত কয়েক বছরে নানান ঘটনায় এরই মধ্যে কোণঠাসা হয়ে আছে বার্সেলোনা। এখন নিত্য নতুন ঘটনায় বারবার বিব্রতকর অবস্থায় পড়ছে ক্লাবটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন