English

20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

বাইসাইকেল কিকে ১৮ মিনিটে ডি মারিয়ার হ্যাটট্রিক

- Advertisements -

নাসিম রুমি: কোপা আমেরিকার শিরোপা জিতেই আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন অ্যানহেল ডি মারিয়া। কিন্তু ক্লাবের হয়ে এখনও মাঠ মাতাচ্ছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ক্যারিয়ার সায়াহ্নে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ইউরোপের বাইরেও পাড়ি জমাননি। বরং ফিরে গেছেন ইউরোপে যে ক্লাব দিয়ে পরিচিতির শুরু সেই বেনফিকায়। আর বেনফিকার হয়ে পর্তুগাল মাতাচ্ছেন তিনি। এবার ক্লাবের হয়ে মাত্র ১৮ মিনিটে দারুণ এক হ্যাটট্রিক করেছেন ডি মারিয়া। হ্যাটট্রিক পূর্ণ করার পথে বাইসাইকেল শটে একটি গোলও করেছেন।

বেনফিকার জার্সিতে হ্যাটট্রিক করেছেন অ্যানহেল ডি মারিয়া। শনিবার (২৩ নভেম্বর) পর্তুগিজ কাপের চতুর্থ রাউন্ডে ইস্ত্রেলা আমাদোরার বিপক্ষে ডি মারিয়ার হ্যাটট্রিকে ৭-০ গোলে জয় পেয়েছে বেনফিকা। এদিন ব্যক্তিগত দ্বিতীয় গোলটি ডি মারিয়া দুর্দান্ত এক বাইসাইকেল কিকে করেছেন।

এদিন ম্যাচের বয়স ১৮ মিনিট হওয়ার মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডি মারিয়া। ৩৬ বছর বয়সী এই উইঙ্গার প্রথম গোলটি করেন ম্যাচের দ্বিতীয় মিনিটে। ডি-বক্সে তিনি একটি নিচু ক্রস দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল তার কাছেই ফিরে আসে। ফিরতি বলে বাঁ পায়ের জোরাল শটে গোল করেন ডি মারিয়া।

৩ মিনিট পরেই দ্বিতীয় ও ম্যাচের সেরা গোলটি করেন ডি মারিয়া। প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল উল্টো লাফিয়ে ওভারহেড কিকে জালে পাঠান তিনি। ৩৬ বছর বয়সীর দর্শনীয় বাইসাইকেল কিকে করা গোল ঈগল সমর্থকদের উল্লাসে মাতোয়ারা করে। ১৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডি মারিয়া। নরওয়েজিয়ান ফ্রেডরিক অরসেন্স প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে পেছনে থাকা ডি মারিয়াকে দেন। এবার ডান পায়ের জোরাল শটে বল জালে পাঠান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন