নাসিম রুমি: মাত্র দুই মাস আগেই গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার। ২৩ বছর পর কোপার ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। সেই আর্জেন্টিনাকেই এবার ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া।
বারানকিয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই পরাজয়ে লিওনেল স্কালোনি বাহিনীর টানা ১২ ম্যাচের অজেয় যাত্রার শেষ হলো।
এ বছর এটিই আর্জেন্টিনার প্রথম হার। দলটি সর্বশেষ হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। মজার ব্যাপার হলো, তারা সর্বশেষ দুই ম্যাচ হেরেছে এমন দুটি দলের কাছে, যাদের কোচ আর্জেন্টাইন।