২০১৭ সালে ট্রান্সফারের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। এত টাকা দিয়ে ব্রাজিল সুপারস্টারকে দলে ভেরানোয় পিএসজি মালিকের একমাত্র উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু নেইমারের দ্বারা সেটা হয়নি। সম্প্রতি পিএসজিতে নেইমারের সঙ্গী হয়েছেন তার প্রিয়বন্ধু মেসি। আছেন কিলিয়ান এমবাপ্পেও। তিন ভয়ংকর ফরোয়ার্ডের রসায়নটা এখনও জমেনি। আজ রেনের কাছে ২-০ গোলে হারের পর নেইমারের কঠোর সমালোচনা করলেন সাবেক মিডফিল্ডার এডুয়ার্ড সিসে।
এত তারকা নিয়েও গত কয়েক বছরে পিএসজির সাফল্য না পাওয়ার কারণ হিসেবে সিসে দায়ী করেছেন নেইমারকে। লা পারিসিয়ানকে সিসে বলেছেন, ‘বার্সায় সে একটা কৌশলের অংশ ছিল। তার খেলা অনেক স্বচ্ছ ছিল, যদিও ড্রিবল অনেক বেশি করত। তার কাজ ছিল প্রতিপক্ষের রক্ষণ ভাঙা, একটা ফাঁক বের করা এবং বলটা জেনারেল মেসির কাছে দেওয়া। এটা সে এত ভালো করত যে এটাই তার দ্বিতীয় সত্তা হয়ে উঠেছিল। কিন্তু প্যারিসে তার কাছেই সবকিছু তুলে দেওয়া হলো।’
পিএসজিতে গিয়ে নেইমার বদলে গেছেন বলে মনে করেন ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত পিএসজিতে খেলা ফ্রেঞ্চ মিডফিল্ডার সিসে। তাই তিনি মনে করেন, নেইমারের ওপর সব দায়িত্ব তুলে দেওয়া উচিত হয়নি। এই সাবেক মিডফিল্ডার আরও বলেন, ‘পিএসজি একটা ভুল করেছে এবং সে যা চায় সেটা করতে দিয়েছে। এবং ওই মুহূর্তেই সে হারিয়ে গেছে। সে অসাধারণ এক খেলোয়াড়, এ ব্যাপারে কিছু বলার নেই। কিন্তু সে বখাটে হয়ে গেছে। সবকিছু সে নিজের মতো করে!’