মরক্কোর বিপক্ষে অলিম্পিকের উদ্বোধনী ম্যাচে শেষ মুহূর্তে আর্জেন্টিনার করা সমতাসূচক দ্বিতীয় গোল বাতিল করা হয়। প্রায় দুই ঘণ্টা পর বাতিল করা গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে আর্জেন্টিনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
শনিবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লাউদিও তাপিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাপিয়া লেখেন, ‘মরক্কোর বিরুদ্ধে ম্যাচে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে আমাদের দায়ের করা অভিযোগ ফিফার ডিসিপ্লিনারি কমিটি প্রত্যাখ্যান করেছে। আমাদের অধিকার রক্ষার জন্য এএফএ জানতে চাইবে যে সিদ্ধান্তটি কিসের ভিত্তিতে নেওয়া হয়েছিল এবং তিনি এই রায়ের ব্যাখ্যা চাইছেন।’
প্যারিস অলিম্পিকের পুরুষদের ফুটবলের উদ্বোধনী ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
ম্যাচের শেষ দিকে দর্শকদের একটি দল মাঠে ঢুকে পড়ায় ম্যাচটি প্রাথমিকভাবে ২-২ গোলে ড্রয় নিয়ে স্থগিত করা হয়েছিল এবং দুই ঘন্টা পর ম্যাচটি শুরু হলে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) আর্জেন্টিনার শেষ গোলটি বাতিল করে দেন।