ইনজুরি আর শৃঙ্খলাভঙ্গ জনিত নানা কাণ্ড শেষে কোপা দেল রে’র বার্সেলোনাকে সেমি-ফাইনালে তোলার নায়ক হয়ে উঠলেন উসমান দেম্বেলে। গতকাল বুধবার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে তার দেওয়া একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে দেম্বেলের উচ্ছসিত প্রশংসা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
বার্সা কোচ বলেছেন, ‘এটা শুধু আজকেই নয়। সে এমন একজন খেলোয়াড় যে এখান আগের চেয়ে অনেক পরিণত হয়েছে। আমরা তাকে পর্যাপ্ত সহায়তা করি। তার মধ্যে অনেক গুণ দেখতে পাই। সে অসাধারণ সম্ভাবনার একজন খেলোয়াড়। তার প্রতি আমার বিশ্বাস আছে। তাকে আটকাতে সবসময় ফুল-ব্যাকদের কষ্ট পেতে হয়। সে মানুষ হিসেবেও ভালো। দলে দেম্বেলেকে পাওয়াটা গর্বের।’