English

23 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
- Advertisement -

দুর্দান্ত রোনালদোর গোলে আল নাসরের সহজ জয়

- Advertisements -

নাসিম রুমি: আল-ওয়েহদাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কিং আবদুল আজিজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই জয়ে আবারও শিরোপার দৌড়ে ফিরল আল নাসর।

এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলই এলোমেলো ফুটবল খেলে।

দুই দলই তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয় হাফের শুরুতেই গোলের দেখা পায় আল নাসর। আর গোলের শুরুটা করেন রোনালদো।

৪৮তম মিনিটে অ্যাঞ্জেলোর ক্রস থেকে দারুণ এক হেড করে গোল করেন পর্তুগিজ মহাতারকা।

চলতি মৌসুমে এটি রোনালদোর ১৭তম গোল। লিগে শীর্ষ গোলদাতাও তিনি। তার পাশাপাশি ক্যারিয়ারের ৯২৫তম গোল এটি রোনালদোর। এক হাজার গোলের মাইলফলকের দিকে আরও এগিয়ে যাচ্ছেন সিআরসেভেন।

এরপর দুই দলই ছোট ছোট আক্রমণ করে, তবে গোলের দেখা পায়নি। ম্যাচে বাড়ানো সময়ে পেনাল্টি পায় আল নাসর। তবে নিজে গোল না করে সাদিও মানেকে পেনাল্টি নিতে দেন। যা ভুল করেননি সাবেক লিভারপুল তারকা। আর এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আল নাসর। আর শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২১ ম্যাচে ৫৫। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন