নাসিম রুমি: ফরাসি ক্লাব পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ইনজুরির কারণে সব মিলিয়ে মাত্র পাঁচ ম্যাচে মাঠে নামেন তিনি। যদিও নেইমারকে ছাড়াই সৌদি লিগসহ তিনটি শিরোপা জিতেছে আল হিলাল। এরই মধ্যে গুঞ্জন ওঠে দলবদলের। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
দলবদলের গুঞ্জন প্রসঙ্গে ইএসপিএনকে নেইমার বলেন, ‘যা বলা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো পরিকল্পনাই করা হয়নি। এখনো আল হিলালের সঙ্গে আমার এক বছরের চুক্তি রয়েছে এবং আমি আশা করছি এখানে দুর্দান্ত একটা মৌসুম কাটাব।’
ধারণা করা হচ্ছে আল হিলাল থেকে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেবেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটি সত্যি যে সান্তোস আমার প্রিয় দল এবং আমি একদিন সেখানে ফিরে যাওয়ার ইচ্ছাপোষণ করি। কিন্তু এখনো আমার কোনো পরিকল্পনা করা হয়নি। এখন আমার মূল মনোযোগ আল হিলালে।