কাতারের লুসাইল স্টেডিয়ামে গত রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার বিপক্ষে ৪-২ গোলে হারে ফ্রান্স। এতে টানা দুটি বিশ্বকাপ জয়ের আশা গুঁড়িয়ে যায় দলটির। অন্যদিকে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে লিওনেল মেসির হাতেই ধরা দেয় বিশ্বকাপের সেই সোনালী ট্রফি।
ফ্রান্সের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে চাপের মুখে দারুণ শটে ফরাসি গোলরক্ষককে পরাস্ত করেন পাওলো দিবালা। তবে স্পট কিকে সাফল্যের মন্ত্র নাকি তাকে যপে দিয়েছিলেন সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড বললেন, এই গোলরক্ষকের পরামর্শ কাজে লাগিয়েই বাজিমাত করেন তিনি।
স্পট কিক প্রসঙ্গে দিবালা বলেন, মার্টিনেজ না বললে হয়তো তিনি ডান দিকের পোস্ট ঘেঁষেই শট নিতেন, যেদিকে ডাইভ দিয়েছিলেন লরিস!
“যখন মাঠে নামলাম, তখনই জানতাম টাইব্রেকারের জন্যই আমাকে নামানো হয়েছে। আমি ডান দিকের কর্নারে শট নেওয়ার পরিকল্পনা করেছিলাম। দিবু (এমিলিয়ানো মার্তিনেস) আমাকে বলেছিল যে, তারা মিস করার পর আমার মাঝখানে শট করা উচিত, কারণ (প্রতিপক্ষের) গোলরক্ষক সবসময় ডাইভ দেয়। ভাগ্যক্রমে আমি তার কথা শুনেছিলাম।”