নাসিম রুমি: ধর্ষণের অভিযোগে দন্ডপ্রাপ্ত ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ ১৪ মাস পর কারামুক্ত হয়েছেন জামানতের অর্থ পরিশোধ করে। জামিনে মুক্তি পেয়েই পার্টি করেছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
আলভেজের বাড়িতে ফিরে আসার পর আয়োজিত পার্টি চলে স্থানীয় সময় ভোর পর্যন্ত। পার্টিতে ছিলেন আলভেজের কাছের বন্ধুরা ও পরিবার।
জেল থেকে মুক্তি পাওয়াতেই কি এই পার্টি করেছেন আলভেজ? পার্টিতে উপস্থিতি থাকা একজন বলেছেন, আলভেজের বাবার জন্মদিন ছিল। তাই রাত থেকে ভোর পর্যন্ত পার্টি করা হয়।
আলভেজের জামানতের ১০ লাখ ইউরো কে দিয়েছেন তা নিয়ে আছে ধোয়াশা। বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি, বার্সেলোনায় আলভেজের সাবেক সতীর্থ মেম্ফিস ডিপে জামানতের অর্থ পরিশোধ করেছেন।
এর আগে নেইমার ও তার পরিবারের নামও সংবাদ মাধ্যমে এসেছিল আলভেজের জামানতের অর্থ পরিশোধকারী হিসেবে।
২০২২ সালে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়নের দায়ে সাড়ে চার বছর জেল হয় আলভেজের। তবে জামানত দিয়ে ছাড়া পান আলভেজ গেল সোমবার।