English

22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

জাপানকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিতে সুইডেন

- Advertisements -

জাপানের শেষ সময়ের ফাইটব্যাক আর কাজে লাগলো না। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে গেলো ২০১১ নারী ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।

অকল্যান্ডের ইডেন পার্কে আজ (শুক্রবার) জাপানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে সুইডেন। জাপানের বিদায়ে শেষ চারের লড়াইয়ে আর কোনো সাবেক চ্যাম্পিয়ন রইলো না।

পাঁচদিন আগে চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে শেষ ষোলো থেকে বিদায় করেছিল সুইডেন। এবার তারা কাঁদালো জাপানকেও। মঙ্গলবার সেমিফাইনালে সুইডিশদের প্রতিপক্ষ স্পেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩২ মিনিটে আমান্দা লেস্টেডের গোলে এগিয়ে যায় সুইডেন। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন ফিলিপা এঞ্জেলডাল।

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে লড়েছে জাপান। কপাল মন্দ তাদের। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ পায় জাপান। তবে দুর্ভাগ্যবশত রিকো উয়েকির নেওয়া জোরালো শট ক্রসবারের নিচের অংশে লেগে গোল লাইনের বাইরে গিয়ে পড়ে।

শেষ মুহূর্তে এসে ৮৭ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে জাপান। আশা জাগান হোনোশা হায়েশি। কিন্তু শেষ পর্যন্ত আর হার এড়াতে পারেনি জাপানিজরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন