নাসিম রুমি: ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি এখন বিশ্বের দুই প্রান্তে খেলেন। রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবে আর মেসি নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে। আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হবে আল নাসর ও ইন্টার মায়ামি। তবে স্থানীয় গণমাধ্যমে খবর রোনালদো নাকি চোটে পড়েছেন। মায়ামির সঙ্গে তার খেলা নিয়ে আছে শঙ্কা।
সৌদি আরবের সংবাদমাধ্যম অ্যারাবিক স্পোর্টসের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, ইন্টার মায়ামির বিপক্ষে রোনালদোর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এএস তাদের খবরে জানায়, রোনালদো পায়ের পেশির চোটে ভুগছেন। ধারণা করা হচ্ছে, এই চোট থেকে সেরে উঠতে চিকিৎসা ও পুনর্বাসনে রোনালদোর দুই সপ্তাহ লাগতে পারে।
রোনালদোর আল নাসরের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন গেল ৩০ ডিসেম্বর। সেই ম্যাচের পর সৌদি লিগে শীতকালীন বিরতি শুরু হওয়ায় আর মাঠে নামা হয়নি সিআরসেভেনের।