English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

চেলসি ছাড়ার ঘোষণা দিলেন সিলভা

- Advertisements -

২০২০-২১ মৌসুমে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে চেলসিতে যোগ দেন থিয়াগো সিলভা। বয়স তখন ৩৫ হলেও দ্রুতই জায়গা করে নেন শুরুর একাদশে। লন্ডনের ক্লাবটির হয়ে কেবল এক মৌসুমের জন্য এলেও চার মৌসুমে এখন পর্যন্ত ১৫১ ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন তিনটি শিরোপা। তবে নতুন করে চুক্তি বৃদ্ধি করছেন না ৩৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ভেজা চোখে মৌসুম শেষে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

চেলসির প্রতি ভালোবাসা জানিয়ে এক ভিডিও বার্তায় সিলভা বলেন, ‘চেলসি আমার কাছে অনেক কিছু। এখানে কেবল এক বছর থাকার ইচ্ছা নিয়ে এসেছিলাম আমি এবং চার বছর হয়ে গেল। শুধু আমার নয়, আমার পরিবারের জন্যও। সবচেয়ে স্বাভাবিকভাবে বিদায় জানানোটা ইতোমধ্যেই কঠিন। কিন্তু যখন পারস্পরিক ভালোবাসা থাকে, তা আরও কঠিন হয়ে পড়ে। তবে যে একবার ব্লুজের অংশ হয়ে পড়ে, সে সবসময়ই ব্লুজ থাকে। এ এক অবর্ণনীয় ভালোবাসা। আমি কেবল ধন্যবাদই জানাতে পারি।’

চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতাটা সিলভার কাছে ছিল স্বপ্নের মতো। যা এসি মিলান ও পিএসজির হয়ে দীর্ঘসময় খেলেও পারেননি। তাই চেলসিকে চিরবিদায় জানাচ্ছেন না এই ডিফেন্ডার। ফিরতে চান অন্য কোনো ভূমিকায়।

সিলভা বলেন, ‘আমার ছেলেরা চেলসির হয়ে খেলছে। তাই চেলসি পরিবারের অংশ হওয়াটা বিশাল সম্মানের। আশা করি তারা তাদের ক্যারিয়ার অব্যাহত রাখবে এই বিজয়ী ক্লাবে, যার অংশ হওয়ার জন্য অনেক খেলোয়াড়ই মরিয়া হয়ে থাকে। আমি সবসময়ই এখানে নিজের সেরাটা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছুরই শুরু ও শেষ হয়েছে। এর মানে এই নয় যে, এটাই চিরবিদায়।’

‘দরজা খোলা রেখেই যাচ্ছি আমি, যাতে করে অদূর ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় ফিরতে পারি। বিদায় তারাই জানায়, যারা ছেড়ে চলে যায় এবং ফিরে আসে না। তবে একদিন আমার এখানে ফেরার ইচ্ছা আছে।’

চলতি মৌসুমে সময় ভালো যাচ্ছে না চেলসির। প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন