English

25 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

ঘাস নিয়ে খেপলেন আর্জেন্টিনার কোচ

- Advertisements -

কোপা আমেরিকা জয়ে শুরু করলেও স্বস্তি নেই আর্জেন্টিনা শিবিরে। আসরের উদ্বোধনী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা কানাডাকে ২-০ গোলে হারালেও সঙ্গী হয়েছে কিছুটা অতৃপ্তি। যার মূল কারণ অবশ্যই ভালো না খেলার আক্ষেপ। কানাডার কঠিন ফরমেশন আর ট্যাকটিকের সামনে ম্যাচের বড় একটা সময় ধুঁকেছে আর্জেন্টিনা।

যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে হুলিয়ান আলভারেজ এবং পরে লাউতারো মার্টিনেজের গোলে শেষ পর্যন্ত মুখে হাসি ফুটেছে আকাশি-সাদাদের। লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়া গোলের কিছু সহজ সুযোগ কাজে লাগাতে পারলে হয়ত ব্যবধান আরও বড় হতে পারত।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার খেলায় সাবলীলতার অভাবের জন্য আটলান্টার মাঠের ঘাসকে দায়ী করেছেন কোচ লিওনেল স্কালোনি, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা জিততে পেরেছি, না হলে এখানে বসে কথাটা বললে সেটাকে স্থূল অজুহাত বলে মনে হতো। তবে ব্যাপারটা হলো, সাত মাস ধরে আমরা জানি যে আমরা এখানে খেলব, কিন্তু তারা (আয়োজকেরা) দুই দিন আগে ঘাসের তৈরি উপরিভাগটা বদলে ফেলেছে।’

আটালান্টার মাঠটা মূলত অ্যাস্ট্রোটার্ফের, তবে কোপা আমেরিকা উপলক্ষ্যে মাঠে বাড়তি কিছু ঘাস বসানো হয়েছে। গত ১৫ জুন লিগে আটালান্টার সর্বশেষ ম্যাচের পর সে ঘাস বসানো হয়।

ঘাসের কারণে এই মাঠে খেলতে আর্জেন্টাইন ফুটবলারদের অসুবিধা হয়েছে জানিয়ে স্কালোনি বলেন, ‘খেলাটার বিনোদনের দিক চিন্তা করলে এটা ভালো কিছু হলো না। দুঃখিত এভাবে বলছি বলে, এটা কোনো অজুহাত দিচ্ছি না, তবে এটা কোনো পিচই না। স্টেডিয়ামটা সুন্দর, সিনথেটিক টার্ফ থাকলেই ভালো হতো। কিন্তু অল্প কিছু ঘাস বসানো হলো এখানে। সত্যি বলতে, এটা এই খেলোয়াড়দের জন্য ভালো কিছু না।’

মাঠের উন্নতির দিক দিয়ে জোর দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসও, ‘এই দিকটাতে আমাদের অনেক উন্নতি করতে হবে। না হলে কোপা আমেরিকা সব সময়ই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চেয়ে পিছিয়ে থাকব।’

কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ চিলির বিপক্ষে। আগামী ২৬ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন