নাসিম রুমি: জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ ও হত্যার হুমকি দিচ্ছে একটি গোষ্ঠী। মঙ্গলবার নিজের ভেরিফায়েজ ফেসবুক পেইজে এই নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন সুমাইয়া। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগীতা নিয়ে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে না খেলার দাবীতে অনুশীলন বয়কট করেছেন ১৮ নারী ফুটবলার। বেশ কয়েকদিন ধরেই তারা তাদের অবস্থানে অনড় আছেন। তাদেরই একজন সুমাইয়া। বাটলারকে কোচ হিসেবে না রাখতে বাফুফের সভাপতির কাছে ইংরেজি ভাষায় দেওয়া মেয়েদের চিঠিটি লিখেছিলেন সুমাইয়া। এটা প্রকাশ হওয়ার পর থেকেই তাকে কতিপয় নারী ফুটবল বিদ্বেষী ক্রমাগত ধর্ষণ ও হত্যার হুমকি দিতে থাকে।
তাতে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন সুমাইয়া। তার ওপর মঙ্গলবার ফোন করে তাকে ক্যাম্পে যোগ দিতে নিষেধ করেছিলেন বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। একই সঙ্গে সিনিয়রদের সঙ্গে মিশতেও বারণ করেন। সুমাইয়ার বাবাকে ফোনে কিরণ বলেন, সুমাইকে আন্দোলনরত সিনিয়র ফুটবলাররা ব্রেন ওয়াশ করে। তাই তার ক্যাম্পে না আসাই ভালো। সুমাইয়া অবশ্য কিরণের নিষেধ শোনেননি।
মঙ্গলবার রাতেই রাজধানীতে নিজ বাসা থেকে ক্যাম্পে ফিরে আসেন। সে রাতেই বাফুফে সুমাইয়াকে হুমকি দেওয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় আজ বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নাওমি সুমাইয়াকে নিয়ে বাফুফে ভবনের পাশে মতিঝিল থানায় যান। সেখানে হুমকিদাতাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন সুমাইয়া।