ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই গোলকিপারদের ঐতিহ্যবাহী `১‘ নম্বর জার্সি পরেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে কুসংস্কারে বিশ্বাস করার কারণে সেই নম্বর পরিবর্তন করেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
২০২০ সালে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিমেয়ে ভিলায় যোগ দেন ৩১ বছর বয়সী মার্তিনেজ। এরপর থেকেই দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। এতদিন `১‘ নম্বর জার্সি পরলেও আগামী মৌসুম থেকে `২৩‘ নম্বর জার্সি পরবেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও এই নম্বরের জার্সি পরেন তিনি।
মার্তিনেজ স্বীকার করে নিয়েছেন, কুসংস্কারে বিশ্বাস ও আর্জেন্টিনার হয়ে এই নম্বরে সাফল্য পাওয়ায় নম্বর পরিবর্তন করেছেন তিনি। মার্তিনেজের ভাষায়, `হ্যাঁ, আমার মনে হয় চারটি মৌসুম এক নম্বরে (জার্সিতে) ছিল। আমি জাতীয় দলের হয়ে সব ট্রফি জিতেছি ২৩ নম্বর জার্সি পরে। এই দিনেই আমার সন্তান জন্ম নিয়েছিল। আমি ভক্তদের, ভিলাকে শিরোপা এনে দিতে চাই। আমি আসলেই কুসংস্কারে বিশ্বাস করি সত্যি বলতে, তাই ২৩ নম্বরে পরিবর্তন করছি (এই মৌসুমে)। এটা আসলেই আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ নম্বর।‘
আর্জেন্টিনার হয়ে একবার বিশ্বকাপ ও দুইবার কোপা আমেরিকা (২০২১ ও ২০২৩) জিতেছেন মার্তিনেজ। গত মৌসুমে অ্যাস্টন ভিলাকে প্রিমিয়ার লিগে সেরা চারে রেখেছেন তিনি। তাই, এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলবে দলটি।