ফুটবল দল স্পেনের জৌলুশ অনেকটাই কমছে। সবশেষ দুই বিশ্বকাপে দলটির অনেককেই হতাশ করেছে। আসন্ন কাতার বিশ্বকাপেও তাই দলটিকে ফেভারিটের তালিকায় রাখছেন না অনেকে।
তবে দলটির তরুণ মিডফিল্ডার পেদ্রি বলছেন ভিন্ন কথা। তিনি নিজেদেরকে রাখছেন ফেভারিটের কাতারে! তিনি বলেন, ‘সম্ভবত আমাদের কাছ থেকে লোকেরা খুব বেশি কিছু প্রত্যাশা করছে না। তারা আমাদের ফেভারিটের তালিকায়ও রাখছে না, তবে দলের ভেতর আমরা নিজেদের ফেভারিট হিসেবেই দেখছি।’
তিনি আরও বলেন, ‘কিছু না করে তো আমরা পদক পাব না। নিজেদের কাজটা যদি আমরা করতে পারি, তাহলে সুযোগ আসবেই।’
২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের পরের দুই আসরে নামতে থাকে তলার দিকে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্পেন। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় টাইব্রেকারে হেরে যায় দলটি। ২০০৮-২০১৬ সাল পর্যন্ত ভিসেন্তে দেল বস্ক কোচ থাকা অবস্থায় রূপ কথার দেশে পরিণত হয় স্পেন। ২০১০ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল দেশটি।