টানা তিন জয় নিয়ে কোপা ইতালিয়ায় বুধবার মাঠে নামে জুভেন্টাস। শুরুতে এগিয়ে গেলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে শেষ মুহূর্তের জাদুতে জেনোয়াকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
সিরি আ লিগে মাত্র দুই মিনিটের মাথায় ডিয়ান কুলোসেভিস্কির গোলে এগিয়ে যায় তুরিনের দলটি।
২৩তম মিনিটে গোল তুলে ব্যবধান বাড়ান আলভারো মোরাতা। পাঁচ মিনিট পরই গোল আদায় করে নেয় জেনোয়ার লিনার্থ সিজিবোরা। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আন্দ্রেয়া পিরলোর দল।
ম্যাচের ৭৪ মিনিটে জেনোয়ার হয়ে গোল তুলে নেন ফিলিপো মেলেগোনি। সমতায় ফেরায় জমে উঠে ম্যাচ। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা।
১০৪ মিনিটে গোল তুলে নেন জুভেন্টাসের হামজা রাফিয়া। শেষ পর্যন্ত জেনোয় গোল শোধ করতে না পারায় পরের রাউন্ডে পৌঁছে যায় ওল্ড লেডিরা।