নাসিম রুমি: স্কুলে বাচ্চাদের সামলানো সহজ নয়। শিক্ষকদের কত রকম কৌশল যে অবলম্বন করতে হয়! তবু কি সব সময় কাজ হয়? হয় না। তবে আর্জেন্টিনায় এক স্কুলের নারী শিক্ষক এমন এক পথ দেখিয়েছেন, যা দেশটির অন্য স্কুলগুলোও অনুসরণ করতে পারে। ক্লাসে বাচ্চাদের কোনোভাবেই সামলানো যাচ্ছে না? স্রেফ একটা কথা, হ্যাঁ, মাত্র একটি কথাতেই পিনপতন নীরবতা নেমে আসতে পারে ক্লাসে।
সবাই জানে, আর্জেন্টাইনরা ফুটবলপাগল। গত ডিসেম্বরে কাতারে লিওনেল মেসিরা বিশ্বকাপ জয়ের পর ব্যাপারটি অন্য মাত্রা পেয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, মেসিদের জাতীয় দলের জার্সি পরা তো আছেই পাশাপাশি খেলোয়াড়ের মুখের ছবিসংবলিত নোটবই, পেনসিল, ব্যাগ ব্যবহার করছে খুদে শিক্ষার্থীরা। মেসি-দি মারিয়াদের প্রতি বাচ্চাদের টান বোঝাতে সংবাদমাধ্যমটি লিখেছে, ‘তারা ফুটবলারদের সঙ্গে ভালোবাসা না দেখিয়ে অপরাধবোধে ভুগতে চায় না।’
এমনই একটি ঘটনা জানিয়েছে ক্লারিন। ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার এক স্কুলের শিক্ষক মার্গারিটা নিজের টিকটকে ভিডিওটি ছাড়েন। এরপর তা ভাইরাল হতে সময় লাগেনি। সেই শিক্ষক যে স্কুলে চাকরি করেন, সেখানে তাঁর নিজের ক্লাসরুমে এ ঘটনা ঘটেছে।
ক্লাসে ঢুকে বাচ্চাদের কোনোভাবেই সামাল দিতে পারছিলেন না। বাচ্চাদের কোলাহলের কারণে ক্লাস তাঁর নিয়ন্ত্রণে ছিল না। এরপর সেই শিক্ষক তাঁর ‘অস্ত্র’টি ছাড়েন। বাচ্চাদের বলেন, ‘যারা চুপ করবে না, তাদের কাছে মেসির চেয়ে এমবাপ্পে ভালো।’ ব্যস, সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতা নেমে আসে ক্লাসরুমে।