English

18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

একই দিনে হারল রিয়াল-বায়ার্ন-পিএসজি

- Advertisements -

৩ অক্টোবর, ২০২১। ইউরোপের বড় বড় ফুটবল ক্লাবগুলোর জন্য এক দুঃস্বপ্নের দিন ছিল এটি। পুঁচকে দলগুলো হারের স্বাদ তেতো স্বাদ দিয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো দলকে।

দিনের শুরুটা হয়েছিল লিগ ওয়ানের ম্যাচে রেনেসের কাছে পিএসজির হার দিয়ে। ঘরের মাঠে ২-০ গোলে জিতে সবাইকে চমকে দিয়েছে রেনেস। অথচ এই ম্যাচে পিএসজির একাদশে ছিলেন মেসি, নেইমার, এমবাপ্পে ও ডি মারিয়ার মতো তারকারা। লিগে নবম ম্যাচে এসে প্রথম হার দেখল পিএসজি।

এদিকে, ঘরের মাঠে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে এস্পানিওল। দুই অর্ধে ডি থমাস ও ভিদালের গোলে এগিয়ে যাওয়ার পর রিয়ালের হয়ে ব্যবধান কমান করিম বেনজেমা। তবে হার এড়াতে পারেনি কার্লো আনচেলত্তির দল। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জয়হীন রিয়াল মাদ্রিদ।

জায়ান্ট কিলিংয়ের দিনে শিকার হয়েছে বায়ার্ন মিউনিখও। প্রতিপক্ষকে গোল-বন্যায় ভাসানোই যাদের কাজ সেই বায়ার্নই হারল ঘরের মাঠে। বুন্দেসলিগার ম্যাচে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ২-১ গোলে হারিয়েছে বাভারিয়ানদের। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ জয়ের পর হারল বায়ার্ন। আর ফ্রাঙ্কফুর্টের এবার লিগে এটি প্রথম জয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন