English

21 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

এক রাতেই ঝরে গেলো তিন জায়ান্ট

- Advertisements -

লিগ কাপের (ইএফএল) তৃতীয় রাউন্ডে বুধবার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চেলসি, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার।

চেলসির বিদায় হয়েছে ম্যানচেস্টার সিটির কাছে। ইতিহাদ স্টেডিয়ামে রিয়াদ মাহরেজ ও জুলিয়ান আলভারেজের গোলে গ্রাহাম পটারের দলকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা।

বড় অঘটনের শিকার আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে হেরেছে তারা। ২০তম মিনিটে গানারদের লিড এনে দেন এডি এনকেতিয়াহ। সাত মিনিট পর পেনাল্টি থেকে অতিথিদের সমতায় ফেরান সাবেক আর্সেনাল স্ট্রাইকার ড্যানি ওয়েলবেক। ৫৮তম মিনিটে কাওরু মিতোমা সিগালদের এগিয়ে দেন এবং ৭১ মিনিটে তারিক ল্যাম্পটির গোলে মিকেল আর্তেতার দলের বিদায় নিশ্চিত হয়।

পরের অঘটনের শিকার টটেনহ্যাম। নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে গেছে তারা। স্বাগতিকরা ৫০তম মিনিটে রেনান লোদির গোলে এগিয়ে যায়। চমৎকার হেডে সাত মিনিট পর ব্যবধান ২-০ করে নটিংহ্যাম। ৭৫ মিনিটে ওরেল মানগালার লাল কার্ডে একজন কম নিয়েও তারা ব্যবধান বহাল রেখে বিদায় করে টটেনহ্যামকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন