বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে লুইস সুয়ারেসের উরুগুয়ে আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। গত রাশিয়া বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে এই উরুগুয়ের কাছে হেরেই শেষ হয়ে গিয়েছিল পর্তুগালের দৌড়। আজ তাই রোনালদোদের প্রতিশোধ মিশন। বিশেষত উরুগুয়ে তারকা লুই সুয়ারেসের উরুগুয়ে মোটেই ভালো ফর্মে নেই নেই।
অন্যদিকে পর্তুগালেও সমস্যা আছে। তাদের দুই ফুটবলার চোটে আক্রান্ত। পাঁজর ভেঙে আগেই উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দানিলো পেরেরা। চিন্তা আছে ওটাভিয়োকে নিয়েও। তবে ঘাবড়াচ্ছেন না কোচ ফের্নান্দো স্যান্টোস, ‘যতদূর জানি, দানিলোর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দ্রুতই তাকে আমরা মাঠে পাব। যদি নাও পাই, আমাদের হাতে তিন জন সেন্টার ব্যাক আছে। তাই এটা নিয়ে নাটক করতে চাই না। ‘
অন্যদিকে চার বছর আগের সেই ম্যাচ মনে রাখতে চান না উরুগুয়ে কোচ দিয়েগো আলোন্সো। তার কাছে সোমবারের ম্যাচই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘চার বছর আগে আলাদা ম্যাচ ছিল। আলাদা ফুটবলার ছিল। সোমবার অন্য একটা ম্যাচ হতে যাচ্ছে। পর্তুগালের দল খুবই ভালো। অসাধারণ সব ফুটবলার এবং কোচ আছে পর্তুগালের। অনেক অভিজ্ঞতা আছে। এটাই বিপজ্জনক দল হিসাবে দেখার জন্য যথেষ্ট। তবে আমাদের হাতেও অস্ত্র আছে। জয়ের জন্যই আমরা মাঠে নামব। ‘