নাসিম রুমি: নিজের শেষ বিশ্বকাপটা রেকর্ডেই রাঙিয়েছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বসেরার কাতারে। শেষ ম্যাচেও থেকেছে তার ধারাবাহিকতা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটেই একাধিক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
বিশ্বকাপ ফাইনালে খেলতে নেমে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার এখন তিনিই।
ফাইনালের ম্যাচে মাঠে নেমে নিজের ২৬তম ম্যাচ খেলছেন তিনি। তাতে ছাড়িয়ে গেছেন জার্মান অধিনায়ক লুথার ম্যাথিউসকে (২৫)।
বিশ্বকাপে মারাডোনার গোল ও ম্যাচ খেলার সংখ্যা ছাড়িয়ে গেছেন মেসি। স্বদেশী কিংবদন্তি গাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে বিশ্ব মঞ্চে দেশের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন মেসির (৯৭)।
ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলেছেন। ২২১৭ মিনিট বিশ্বকাপের ম্যাচ খেলেছেন এই ইতালিয়ান। অপরদিকে লিওনেল মেসির সেই সংখ্যাটি ২১৯৪ মিনিট। ফাইনালে ২৩ মিনিট খেলেই এই রেকর্ড নিজের করে নিলে এই ক্ষুদে জাদুকর।