ফুটবল খেলার ফাঁকে প্রায়ই গেম খেলতে দেখা গিয়েছে তাকে। এবার তিনি বিশ্বকাপেও একটি প্রদর্শনী লড়াই খেলবেন।
নেইমার ই-স্পোর্টস বিশ্বকাপে কাউন্টার স্ট্রাইক ২, রকেট লিগ এবং টেক্কেন এ তিনটি আলাদা গেম খেলবেন বলে জানা গেছে । অনেকেই বলা শুরু করেছেন যে ফুটবল ছেড়ে নেইমার বোধ হয় পাকাপাকিভাবে গেমিংয়ে নামছেন।
তবে ব্রাজিলের ফুটবলারের তরফ থেকে সে রকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলেন নেইমার। তবে প্রায় আট মাসেরও বেশি সময় তিনি মাঠের বাইরে। লিগামেন্টে চোট লেগেছে তার। সেই চোট সারতে এমনিতেই বছরখানেক লেগে যায়।