English

14 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

আবার মেসি-সুয়ারেজের সঙ্গে খেলতে চান নেইমার

- Advertisements -

নাসিম রুমি: ২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেই বিশ্বকাপই নেইমারের শেষ বিশ্বকাপ। যদি ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের কথার নড়চড় না হয়। আরেকটি ইচ্ছাও আছে তার। সেটা আবার কী। দুই সাবেক সতীর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে এক ক্লাবে একই জার্সি গায়ে খেলতে চান। মানে, ফিরিয়ে আনতে চান বার্সেলোনার পুরোনো দিনগুলো।

ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করা নেইমার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি অন্তত চেষ্টাটা করব। ব্রাজিল দলে ফেরার জন্য প্রাণপণ চেষ্টা থাকবে আমার। কেননা, ২০২৬ বিশ্বকাপই আমার শেষ।’ শুধু জাতীয় দলেই নয়, ক্লাব ফুটবলেও অতীতমুখো হওয়ার আকাঙ্ক্ষা তার। ২০২৩ সালে পিএসজি থেকে সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়ার পর ক্লাবস্তরে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। চোটের কারণে বেশিরভাগ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে।

নেইমারের ভীষণ ইচ্ছা, যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে খেলবেন। তার কথায়, ‘মেসি ও সুয়ারেজের সঙ্গে আরেকবার খেলতে চাই। দারুণ হবে, না? ওরা আমার বন্ধু। প্রায়ই কথা হয়। আমরা তিনজন আবার একসঙ্গে খেললে ম্যাজিক হবে ম্যাজিক।’

বর্তমান যদি বিষণ্নতার বহতা নদী হয়, মানুষ তখন সুখমগ্ন অতীতে ডুব দেয়। নেইমারের কাছেও এখন হয়তো বার্সেলোনার দিনগুলো সবুজাভ হয়ে উঠেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন