অনৈতিক কাজে বড় শাস্তি পেয়েছেন হোয়াং উই-জো। এক নারীর সঙ্গে ঘনিষ্ঠতার সময় তা তার অনুমতি ছাড়া ভিডিও করায় দক্ষিণ কোরিয়ান এই ফুটবলারকে এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২২ সালে চার দফায় গোপনে দুই নারীর ভিডিও ধারণের অভিযোগ ওঠে হোয়াংয়ের বিরুদ্ধে। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় ৩২ বছর বয়সী ফুটবলারকে। দক্ষিণ কোরিয়ার হয়ে ৬২ ম্যাচে ১৯ গোল করা হোয়াংকে একই সঙ্গে দেওয়া হয় নিষেধাজ্ঞাও। এক নারীর অভিযোগ থেকে অবশ্য খালাস পেয়েছেন হোয়াং। কিন্তু আরেক নারীর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
নিজের অপরাধের জন্য অনুতপ্ত ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করা হোয়াং, তবে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে শাস্তি এড়াতে পারলেন না তিনি। অবশ্য তার জন্য স্বস্তির খবর এটাই যে, আপাতত তাকে কারাভোগ করতে হচ্ছে না।
২০১৯ সালে ফরাসি ক্লাব বোর্দোতে যোগ দেওয়ার আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্লাবে খেলেছেন হোয়াং। ফ্রান্সে তিন বছর কাটানোর পর ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন তিনি। যদিও নটিংহ্যামের জার্সিতে কোনো ম্যাচ খেলা হয়নি হোয়াংয়ের। কয়েকটি ক্লাবে ধারে খেলার পর গত সেপ্টেম্বরে তুরস্কের একটি ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি করেন তিনি।