পাঁচ ম্যাচ হাতে রেখে অপরাজিতভাবে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে লেভারকুসেন। এরপর আরও তিন ম্যাচ খেলে ফেলেছে তারা অপরাজিত থেকেই। গতরাতে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারায় জাবি আলন্সোর দল। বুন্দেসলিগায় প্রথম দল হিসেভে লিগ শিরোপার পাশাপাশি সব ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়তে আর মাত্র দুটি ম্যাচ পাড়ি দিতে হবে তাদের।
আলন্সো বলেছেন ‘সেটিই এখন আমাদের চ্যালেঞ্জ। আর মাত্র দুটি ম্যাচ এভাবে পাড়ি দিতে হবে আমাদের। আমরা সেই চেষ্টাই করবো। আর তা পারলে পরিপূর্ণ একটা যাত্রাই হবো এটা।
আমরা অবশ্যই চেষ্টা করবো।’ সব প্রতিযোগিতা মিলিয়ে এই মুহূর্তে ৪৮ ম্যাচ অপরাজিত লেভারকেুসেন। পরের ম্যাচটা তাদের ইউরোপা লিগে। রোমার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা।
এর মধ্যে জার্মান কাপেরও ফাইনাল নিশ্চিত করেছে দলটি। আলন্সোর দলের সামনে তাই এখন ট্রেবল জয়েরও হাতছানি।