ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার তিনি। কালো মানিক এখনো ল্যাতিন আমেরিকা অঞ্চলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গোল মেশিন হিসেবে পরিচিতি পাওয়া এই কিংবদন্তী বিশ্বকাপের আসরে কখনো সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয় পেলের। সেই বিশ্বকাপে ৬টি গোল করেছিলেন যার দুটিই ছিল ফাইনালে, সুইডেনের বিপক্ষে। সেই বিশ্বকাপে সেরা উদীয়মান খেলেয়াড়ের পুরস্কার জেতেন পেলে। ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ফ্রান্সের জ্যঁ ফন্টেইন।
১৯৬২ সালেও বিশ্বকাপ জেতে ব্রাজিল। এই বিশ্বকাপে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন মানে গারিঞ্চা। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়া গারিঞ্চা জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। সেই আসরে পেলে করেন এক গোল।
১৯৬৬ সালের বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও। সেই আসরেও পেলে করেন ১ গোল।
১৯৭০ সালে সেরা রূপে দেখা যায় পেলেকে। সেবার ব্রাজিল বিশ্বকাপ জেতে। পেলে করেন ৪ গোল। জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। তবে ১০ গোল করে সেরা গোলদাতা হন জার্মান কিংবদন্তি গার্ড মুলার।