নাসিম রুমি: সৌদি প্রো লিগে নামতেই যেন দিশাহীন ক্রিস্টিয়ানো রোনালদো। অভিষেকে গোল না পেলেও দল জিতেছে, কিন্তু পরের ম্যাচেই বড় হারে বিদায় নিতে হয়েছে সৌদি সুপার কাপ থেকে। গত বৃহস্পতিবার রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসেরকে ৩-১ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ।
বাজে সময়ে নিজেরও একটি খারপ খবর শুনলেন রোনালদো। ইতালির ক্লাব জুভেন্টাসের আর্থিক দুর্নীতিতে নিষিদ্ধ হতে পারেন তিনি। এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসের বিরুদ্ধে দলবদলের সময় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। যার শাস্তি হিসেবে ইতোমধ্যে দলটির ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলেছিলেন রোনালদো। সেই কারণে শাস্তি হতে পারে তারও। জানা যায়, ১ মাসের নিষেধাজ্ঞা পেতে পারেন সিআর সেভেন।
রোনালদো জুভেন্টাসে খেলেছেন যখন, ঠিক সেই সময়ে জুভেন্টাসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিয়োগ উঠেছে। সেই সময় জুভেন্টাসে খেলা ২২ জন ফুটবলারের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে রোনালদো দোষী প্রমাণিত হলে তাকে শাস্তির মুখে পড়তে হবে। সে ক্ষেত্রে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ১ মাস মাঠে নামতে পারবেন না।