শুরুতেই গোল হজম। ক্রসবার পথ আগলে না দাঁড়ালে বাংলাদেশ পিছিয়ে পড়ত আরও। আড়মোড় ভেঙে জেগে একযোগে জেগে উঠলেন মোরসালিন- রাকিবরা। আক্রমণাত্মক ফুটবলের পাসরা মেলে এক-দুই-তিনবার গোলের আনন্দে মেতে উঠলেন প্রথমার্ধে।
ম্যাচের লাগাম মুঠোয় থাকায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠল না বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ভুটানকে ৩-২ ব্যবধানে উড়িয়ে ১৪ বছরের না পারার ব্যর্থতা ঘুচিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ।