English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

হোঁচট খেয়ে লিওনেল মেসির কথা মনে হলো বার্সা কোচের

- Advertisements -

মেসিবিহীন যুগের শুরুটা বার্সেলোনার হয়েছিল ৪-২ গোলের স্বস্তির জয়ে। তবে মৌসুমের দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেয়েছে রোনাল্ড কোম্যানের দল। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে শনিবার রাতে তারা কোনোমতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচে আক্রমণে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল বিলবাও। বার্সার রক্ষণকে তটস্থ করে রাখে স্বাগতিকরা। মেমফিস ডিপাই গোল করে উদ্ধার না করলে পয়েন্ট হারাতেও পারতো কোম্যানের দল।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই লিওনেল মেসির প্রসঙ্গ চলে আসে। মেসি না থাকাতেই কি আক্রমণভাগ দুর্বল হয়ে গেল বার্সার? দলের কোচ রোনাল্ড কোম্যান ‘শূন্যতা’টা অস্বীকার করলেন না।

কোম্যান বলেন, ‘সবসময় এক জিনিস নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। কিন্তু আমরা তো কথা বলছি বিশ্বের সেরা কাউকে নিয়ে। যখন মেসি ছিল, আমাদের প্রতিপক্ষ আরও বেশি ভীত থাকতো।’

কিন্তু এখন কী আর করার আছে! হতাশ কণ্ঠেই কোম্যান বলেন, ‘আমাদেরও তো (একটা সুবিধা ছিল)। যদি আপনি লিওকে বল পাস দেন, সে সেটা মিস করবে না। তাই মেসি নেই, এ কথা বলতেই পারেন। আমরাও সেটা জানি, কিন্তু এটা তো বদলাতে পারব না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন