চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দিন যত ঘনিয়ে আসছে, উত্তেজনা তত বাড়ছে। দুই দলের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরা মেতে উঠেছে কথার লড়াইয়ে। লিভারপুলের হয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবেন মোহাম্মদ সালাহ। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে লিভারপুল অধিনায়ক জর্দান হেন্দারসনের হাতেই শিরোপা দেখতে চান মিশরীয় এই ফরোয়ার্ড।
২০২৩ সালের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হবে মোহাম্মদ সালাহর। নতুন করে চুক্তি করবেন নাকি অন্য কোনো ক্লাবে যোগ দেবেন তা এখনো নিশ্চিত নয়। ইংলিশ গণমাধ্যম বিবিসি বলছে, চুক্তির বিষয় নিয়ে এখন কথা বলতে রাজি নন সালাহ। তার সব মনোযোগ চ্যাম্পিয়নস লিগের ফাইনালকে ঘিরে। সালাহ বলেছেন, ‘এখন এসব নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু জর্দানের (হেন্দারসনের) হাতে শিরোপা (চ্যাম্পিয়নস লিগের) দেখতে চাই। ‘
২০১৮ সালে এই রিয়ালের মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল লিভারপুলের। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সালাহ, ‘সেই ম্যাচ থেকে আমরা সবাই অনুপ্রাণিত। আমরা শিরোপার জন্য লড়ব এবং সবাই উত্তেজিত। ‘