ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছেন ‘রেকর্ডের বরপুত্র’। আধুনিক ফুটবলে তাঁর মতো এত রেকর্ড এখনও খেলে যাচ্ছেন এমন কোনো খেলোয়াড়ের নেই।
খুব শিগগির তাঁর থামার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এবার হেড থেকে গোল করার দিক থেকে বাকি সবাইকে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ উইঙ্গার।
গতকাল সোমবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ম্যাচে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ১-৪ গোলে জয় তুলে নেয় আল নাসর। ম্যাচের ৭৪তম মিনিটে হেড থেকে দুর্দান্ত এক গোল করেন রোনালদো। পেছনের পোস্টের ডান দিক থেকে ক্রস পেয়ে ট্রেডমার্ক হেডে লক্ষ্যভেদ করেন তিনি।
আর তাতেই জার্মান কিংবদন্তি গার্ড মুলারের একটি রেকর্ড ভাঙেন রোনালদো। মুলার তাঁর ক্যারিয়ারে ১৪৪বার হেড থেকে গোল করেছিলেন। রেকর্ডটি এখন রোনালদোর দখলে।
v33sw
সবমিলিয়ে ৬ ম্যাচ পর গোলের দেখা পেলেন রোনালদো। যা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এ নিয়ে টানা ২২ মৌসুমে গোল করার কীর্তিতে নিজের নাম লিখিয়েছেন তিনি।