করোনা ভাইরাসকে বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেলে হাসপাতাল ছেড়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
গত ২৭ মার্চ সোশ্যাল মিডিয়ায় টেন্ডুলকার জানান, তিনি করোনা সংক্রমণের শিকার হয়েছেন। পরে গত ২ এপ্রিল তিনি ফের টুইটারে জানান যে, ডাক্তারদের পরামর্শ মতো তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
অবশেষে আজ বৃহস্পতিবার পুনরায় টুইট করেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সুখবর জানালেন টেন্ডুলকার।