English

27 C
Dhaka
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
- Advertisement -

হামজার লড়াইয়ের পরও হারল শেফিল্ড, পড়ল অনিশ্চয়তায়

- Advertisements -

ইংলিশ প্রিমিয়ার লিগে পা রাখার স্বপ্নে বিভোর ছিল শেফিল্ড ইউনাইটেড। তবে তাদের সে স্বপ্নে বড় ধাক্কা লাগল মঙ্গলবার রাতে। চ্যাম্পিয়নশিপে মিলওয়ালের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে হামজা চৌধুরীর দল।

এই হারের ফলে তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে। ৪১ ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট এখন ৮৩। শীর্ষে থাকা লিডস ইউনাইটেড ও বার্নলির পয়েন্ট ৮৫।

খেলায় শেফিল্ড ইউনাইটেডের মাঝমাঠের নেতৃত্বে ছিলেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের আক্রমণ থামানো, পাস আটকে দেওয়া, পাসিং লেন ব্লক করা ও মাঝমাঠে দখল ধরে রাখার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য।

তবে শেফিল্ড ম্যাচে গোল হজম করে বসে ২১ মিনিটে। একটি ডিফ্লেক্টেড পাসে শেফিল্ড ডিফেন্ডার জ্যাক রবিনসন হকচকিয়ে যান। সেই সুযোগে ডে নরে বল পাস দেন জশ কোবার্নকে। যিনি নিচু শটে শেফিল্ড গোলরক্ষক ফোডারিংহ্যামকে পরাস্ত করেন। সে গোলটা করেই মিলওয়াল চলে গেছে রক্ষণে। তাদের সে জমাট রক্ষণ আর ভাঙা হয়নি শেফিল্ডের পক্ষে। ফলে মাঠ ছাড়তে হয় হার নিয়ে।

তবে মাঝমাঠে হামজা ছিলেন কার্যকর। তিনটি গ্রাউন্ড ডুয়েল জিতেছেন, সাতটি এরিয়াল ডুয়েলের মধ্যে চারটিতে জিতেছেন, দুটো ট্যাকল ও দুই রিকভারি করে মিলওয়ালের একাধিক প্রতি আক্রমণ থামিয়ে দিয়েছেন একাই। ৪৮টি পাসের মধ্যে সঠিক ছিল ৪৩টিই।

যদিও আক্রমণের গতি বাড়াতে গিয়ে ৬৫তম মিনিটে হামজাকে তুলে নেন কোচ ক্রিস ওয়াইল্ডার। এরপর কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি শেফিল্ড।

এই হারের পর তাদের ম্যাচ বাকি রইল ৫টি। এই পাঁচ ম্যাচের একটি আছে বার্নলির বিপক্ষে, যারা আবার আছে এ তালিকার দুইয়ে, যারা শেফিল্ডের চেয়ে এগিয়ে আছে ২ পয়েন্টে। যার ফলে সব ম্যাচ জিততে পারলে কোনো দলের দিকে না তাকিয়েই প্রিমিয়ার লিগে চলে যেতে পারবেন হামজারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন