নেদারল্যান্ডসের বিপক্ষে ৮টি হলুদ কার্ডের দেখে বিপাকেই পড়েছে আর্জেন্টিনা। বিশেষ করে দুটি কার্ড অস্বস্তি জাগিয়েছে আলবিসেলেস্তে শিবিরে।
যার একটি দেখেছেন মার্কোস আকুনিয়া, আরেকটি গনসালো মনতিয়েল। এই দুজন কাতার বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখলেন।
মেসি হলুদ কার্ড দেখায় কোনো সমস্যা হয়নি। এবারের বিশ্বকাপে এটি তাঁর প্রথম হলুদ কার্ড। ফিফার ২০২২ বিশ্বকাপের বাইলজ অনুযায়ী গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেকোনো দুই ম্যাচে হলুদ কার্ড দেখলেই দ্বিতীয় হলুদ কার্ড দেখার পরের ম্যাচটি মিস করবেন ফুটবলাররা।
এই নিয়মের কারণে সেমিফাইনালে খেলা হচ্ছে না আর্জেন্টিনার দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আকুনিয়া ও মনতিয়েলের।
যদিও মেসি হলুদ কার্ড দেখায় কোনো সমস্যা হয়নি। এবারের বিশ্বকাপে এটি তার প্রথম হলুদ কার্ড।