নরওয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় কাতারে যাওয়া হয়নি আর্লিং হালান্ডের। সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার তাই দর্শক হিসেবে ঘরে বসে বিশ্বকাপের খেলা দেখেছেন। বাড়িতে সোফায় বসে দেখেছেন মেসি-এমবাপ্পে-রিচার্লিসনদের গোল করা। বিশ্বকাপে না খেলতে পারার হতাশায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন এই ম্যানসিটি তারকা।
বুধবার রাতে প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর হালান্ড কথা বলেন বিশ্বকাপ প্রসঙ্গে। তিনি বলেন, ‘আমি বাসায় ছিলাম, বিশ্বকাপে খেলতে না পেরে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমি আমার ব্যাটারিতে নতুন করে চার্জ দিয়েছি। বিশ্বকাপে অন্যদের গোল করে জেতানো আমাকে উজ্জীবিত করেছে। বিরক্তও লেগেছে। এখন আমি আরো ক্ষুধার্ত এবং আগের চেয়েও বেশি প্রস্তুত।’
লিডসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন হালান্ড। পয়েন্ট তালিকায় সিটির ওপরে রয়েছে কেবল আর্সেনাল।