নাসিম রুমি: ইনজুরি কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছেন। তবে পুরো ৯০ মিনিট খেলার সময় এখনো হয়নি। এর মাঝেই লিওনেল মেসিকে দেখা গেল স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে রোমান্টিক লুকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। সেই ছবিতে মাঠের জাদুকর মেসিকে যেন চেনাই যাচ্ছে না। রোমান্টিক লুকে মেসির এই ছবির পেছনের কাহিনী জানতে বাড়ছে ভক্তদের আগ্রহ।
আর্জেন্টিনার ফুটবল জাদুকর আসলে সপরিবারে একটি পার্টিতে গিয়েছিলেন। সেই পার্টির আয়োজক সাধারণ কেউ নন, তিনি ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। সাবেক এই ফুটবলার আবার মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিকও বটে। আগামী ২ মে বেকহ্যাম পঞ্চাশ বছরে পা দেবেন। তার আগেই মায়ামিতে বিশাল এক পার্টি দিয়ে যেন জন্মদিনের উৎসবের প্রাক প্রস্তুতি সেরে ফেললেন।
বেকহ্যামের জন্মদিনের পার্টিতে মেসি ছাড়াও লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেটস, জর্দি আলবারা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন মার্কিন সঙ্গীতাঙ্গনের নামীদামি সব তারকা। পার্টির কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বেকহ্যাম লিখেছেন, ‘ভাবলাম একটু আগেই উদ্যাপন শুরু করি। মায়ামিতে বিশেষ একটা রাত। ৫০তম জন্মদিন উদ্যাপনের শুরুতে অসাধারণ কিছু বন্ধু ও পরিবারকে পেয়ে খুব সৌভাগ্যবান লাগছে।