সৌদি আরবে এসে রিয়াদ অলস্টারের হয়ে আলো ছড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তবে আল নাসরের হয়ে দুই ম্যাচ খেলেও গোলের খাতা খুলতে পারেননি এই পর্তুগিজ তারকা। রোনালদোর অভিষেক ম্যাচে আল নাসর জয় পেলেও, সৌদি সুপার কাপের ম্যাচে হেরেছে তারা। সৌদি সুপার কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে আল ইত্তিহাদের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে রোনালদোর আল নাসর। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ১৫তম মিনিটে গোল করে ইত্তিহাদিকে এগিয়ে দেন রোমারিনহো। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবদের রাজ্জাক হামাদাল্লাহ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে আল নাসর। ৬৭তম মিনিটে গোলও পেয়ে যায়। এন্ডারসন ত্যালিস্কা গোলটি করেন। এরপর আর গোল পায়নি রোনালদোর দল। শেষ দিকে মোহাম্মদ আল মুক্তার আল-শানকিতি গোল করে ইত্তিহাদের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এই হারের ফলে সুপার কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় আল নাসরকে।