নাসিম রুমি: লিওনেল মেসি, নামটা শুনলেই যেকোনো প্রতিপক্ষের গায়ে জ্বর আসে নিশ্চয়ই। কারণ একা মেসিই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন কয়েক সেকেন্ডে।
তাই প্রায় সব প্রতিপক্ষই আর্জেন্টিনাকে নয়, কেবল মেসিকে আটকাতেই নিজেদের সবটুকু শক্তি ব্যয় করে। তাকে আটকাতেই সাজানো হয় নয়া রণ-কৌশল।
জমাট রক্ষণে ব্রাজিল আর নেইমারকে আটকে দেওয়া ক্রোয়েশিয়া অবশ্য মুখের কথা বলছে, তারা কেবল একক মেসিকে নিয়ে ভাবছে না।
ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচের মতে, স্রেফ মেসিকে থামানোর জন্য মাঠে নামবেন না তারা। তিনি বলেছেন, ‘মেসিকে থামানোর জন্য আমাদের এখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। সাধারণত আমরা একজন খেলোয়াড়কে আটকানোর দিকে মনোযোগ দিই না বরং পুরো দলকে থামানোর চেষ্টা করি।
আনুষ্ঠানিক কথায় ব্রুনো হয়তো ঠিক বলেছেন। তবে বাস্তবতা বলছে, খেলাটা ক্রোয়েশিয়া বনাম মেসিও হয়ে যেতে পারে। কারণ সেরা ছন্দে থাকা মেসি চলতি আসরে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৪ গোল করেছেন, করিয়েছেন দুটি। তিন ম্যাচে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
তার মানে বোঝাই যাচ্ছে, আর্জেন্টিনার খেলাটা পুরোটাই মেসি নির্ভর। তিনি যেমন দলের আক্রমণভাগে নেতৃত্ব দেন, তেম দলের সার্বিক পরিকল্পনা-কৌশলও আসে তার মাথা থেকে।
তাই লুকা মদ্রিচদের আর্জেন্টিনা নয় মেসিকে আটকানোর মতো কাউকে খুঁজে বের করতেই হবে ফাইনালের টিকেট নিশ্চিত করতে হলে।