English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সেদিন কেঁদেছিলেন মেসি, এখন কাঁদছে বার্সা!

- Advertisements -

বায়ার্ন মিউনিখ থেনে রবার্ট লেভানডভস্কিকে উড়িয়ে এনেও কপাল ফেরানো যায়নি। আবারও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠতে পারলে প্রায় ৯৬ লাখ ইউরো পেত দলটি।

শেষ ষোলোর গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারলে মিলতো ১ কোটি ৬ লাখ ইউরো। সবমিলিয়ে বার্সার আয় হতো ২ কোটি ২ লাখ ইউরো।

বাংলাদেশি মুদ্রায় সেই অর্থের পরিমাণ দাঁড়াতো প্রায় ২০৫ কোটি টাকা। এই অর্থ পেলে সর্বশেষ গ্রীষ্মে দলবদলের বাজারে দলটির ব্যয়ের কিছুটা উঠে আসত। সেটা হয়নি বলে আর্থিকভাবে আরও চ্যালেঞ্জের মুখে এখন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা!

অর্থ সঙ্কটের ধোঁয়া তুলে দলটির অন্যতম আস্থাভাজন ফুটবলার লিওনেল মেসিকে একরকম তাড়িয়েই দেওয়া হয়েছিল। তবে মেসি যাওয়ার পর বার্সেলোনাকে দেড়যুগ পর খেলতে হয়েছে ইউরোপা লিগে। এবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছে তারা।

সবমিলিয়ে মেসিবিহীন বার্সার সবকিছুতেই হিতে বীপরিত ঘটছে। দিনে দিনে বাড়ছে কেবল ঋণের বোঝা। কাতালান জায়ান্টদের সমর্থকরাও ভুগছে হতাশায়। ঘরের লক্ষ্মী পায়ে ঠেলা বুঝি একেই বলে, কারণ মেসি যাওয়াতে বার্সার ব্রান্ড ভ্যালুও কমেছে, স্পন্সরদের তোড়জোরও আগের মতো নেই। সবদিক থেকেই কেবল বিপদ ঘনায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন