নাসিম রুমি: রর্বাট লেভানডভস্কি গোলে ফিরেছেন। জয় পেয়েছে বার্সেলোনা। তবে সুপারকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই করার মতো পারফরম্যান্স দেখাতে পেরেছি কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কারণ ওশুসুনার বিপক্ষে বার্সেলোনা ২-০ গোলে জিতলেও মন জয় করা ফুটবল খেলতে পারেনি।
সৌদি আরবের আল আওয়াল স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনালে প্রথমার্ধে বেশ নির্লিপ্ত ফুটবল খেলে বার্সেলোনা। এর মধ্যে আবার প্রথমার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। দ্বিতীয়ার্ধে লেভার গোলে লিড নেয় বার্সেলোনা। ম্যাচের ৫৮ মিনিটে গোল করেন তিনি।
পরের গোল করেন তরুণ লামিল ইয়ামাল। তিনি ম্যাচের যোগ করা সময়ে গোল করেন। ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা শেষ করে দেন। বার্সেলোনা জয় পাওয়ায় আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবে ফাইনালে সুপারকাপ ক্লাসিকো দেখা যাবে।
আগের দিন রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফুটবল খেলে ডার্বি জিতেছে। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে ৫-৩ গোলের জয় পায় দলটি। লস ব্লাঙ্কোসরা নির্ধারিত সময়ের শেষ দিকে এসে ম্যাচটি ৩-৩ গোলের সমতা করে। অতিরিক্ত সময়ের শেষ অর্ধে জোড়া গোল করে জয় তুলে নেয় তারা।