নাসিম রুমি: শনিবার ত্রিনিদাদ ও টোবাগোকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার টিকিট নিশ্চিত করেছে কানাডা। সংবাদটি দেশটির আনন্দের হলেও সামনে তাদের জন্য রয়েছে বিশাল রোমাঞ্চ। কোপার প্রথম ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
আগামী জুনের ২০ তারিখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও কানাডা। প্লে অফ পেরিয়ে কানাডা জায়গা করে নিয়েছে গ্রুপ এ-তে।
কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ এ গ্রুপে রয়েছে লাতিন আমেরিকার পেরু ও চিলি। আসরের আরেক ফেভারিট ব্রাজিল রয়েছে গ্রুপ ডি-তে। তাদের সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লেঅফ থেকে আসা আরেক দল কোস্টারিকা।
জুনের ২৫ তারিখ নিউজার্সিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবেন মেসিরা। গ্রুপে তাদের শেষ ম্যাচ পেরুর বিপক্ষে জুনের ২৯ তারিখ, মেসির বর্তমান শহর ফ্লোরিডাতে।